Eid In Makkah - SPECIAL Umrah Package
Coming Soon (Ing Sha Allah) !!
Itinerary:
Day 01: Dhaka – Jeddah - Makkah
Departure from Dhaka to Jeddah. Transfer from Jeddah to Makkah Hotel.
SAME DAY PERFORM UMRAH.
Day 02: Makkah - Ziyarah
Ziyarah in Makkah: Mina, Arafat, Muzdalifa, Jabal-e-Noor, Jabal-e-soor, Jannatul Mualla etc. Focus on your regular Prayers and Ibadah.
Day 03: Makkah
Focus on your regular Prayers and Ibadah.
Day 04: Makkah - Madinah
Check out from Makkah Hotel and transfer to Madina, check in hotel. Focus on your regular Prayers and Ibadah.
Day 05: Madinah - Ziyarah
Ziyarah in Madinah: Masjid al-Nabawi, Jannatul Baqi, Masjid Quba, Imam Ali [a]'s house, Masjid-e-Jummah etc. Focus on your regular Prayers and Ibadah.
Day 06: Madinah
Focus on your regular Prayers and Ibadah.
Day 07: Madinah / Jeddah - Dhaka
Check out from hotel, transfer to Jeddah / Madinah airport for depart to Dhaka.
END OF SERVICES
Remarks:
GENERAL:
- We have published our all Ramadan packages based on 24 May 2020 Eid al-Fitr day. If the Ramadan starting day / Ramadan duration / Eid al-Fitr day will changed then obokash.com is not liable to change the travel or return date – once it’s confirmed.
- Package price applicable for TRAVEL WITH GROUP only.
- We have given 5% discount on all of our published packages, but no discount will be given to the EMI beneficiaries (Maximum for 6 months).
- All services depend on subject to availability at the time of booking.
- Any changes can occur without prior notice
- Visa processing is subject to Ministry of Foreign Affairs approval (MOFA).
- No refund in case of unused services or lesser duration of stay.
- com reserves the right to charge extra amount for any tour package inclusion services if unexpected charges add by the legal authorities.
VEHICLE STATUS:
- Jeddah Airport-Makkah Hotel: After receiving at Jeddah airport, Guests have to wait till the coaster / bus fully fill up. This rule is for all group transportation except Private Transportation. In that case obokash.com is not responsible for waiting time.
- All the transportations for Jeddah / Makkah / Madinah and Ziyarah will be provided by sharing bus. Mentioned that, maximum 2 luggages are allowed for per person. However, for private transportations or private Ziyarah vehicle size will be based on the number of guests. Moreover, the number of seat must be equal to the number of guests.
- Vehicle Waiting Time Period: for private transportations 120 Minutes at Haj Terminal and 15 Minutes at hotel.
- Transportation timings / vehicle types can’t be changed unless informed before 24 Hrs, additional charges may apply. All guests must maintain time that mentioned in voucher. Car will never wait for anyone.
- For group package every transfer will be in group/sharing. If any time schedule needs to change then obokash.com has the right to do so. Therefore, our operation manager will let you know by prior notice.
Note: If cars delay for any Traffic Jam/Prayer Period/Road Block then obokash.com is not responsible for that.
HOTEL POLICIES:
- As per Saudi Arabian Hotel policy standard “Check-In” time is 04:00 PM and “Check-Out” time is 12:00 PM. obokash.com is not responsible for early check-in and late check-out.
- Only Hotel Authorities reserve the right to provide available room as per booking, if anyone has any special request to change room then guests have to communicate with hotel reception and our operation manager. However, obokash.com is not responsible for that if unable to change room – if refused by hotel.
- Except for certain hotels, most hotels in Makkah, Madinah or Jeddah do not maintain a star rating. Therefore, the star rating of the hotels mentioned in our various packages is mostly local star rating, not international star rating. If anyone concern about hotel rating then he/she has to discuss with the sales person before booking the package or hotel.
PASSPORT POLICIES:
- During your stay in Saudi Arabia, do not give passports to the driver or our local agent at the airport or any other places. However, the legal authority or our agent may take your passport for few time at the airport to perform their official work. If for any reason guest would hand over the passport (s) to anyone then it’s guest responsibility to inform obokash.com in the same day.
MOYALLEM ACTIVITIES:
- Moyallem will be available only at the time of performing UMRAH. Guests have to inform the Moyallem two hours before of the mentioned Umrah time at voucher copy. For ziyarah, driver cum guide/any other tour guide will be available. Moyallem is not liable to carry luggage to/from hotel.
FLIGHT SCHEDULE:
- For any kind of natural issues for example: if Airlines change the flight schedule before the day of departure then hotel booking will not change as per nonrefundable policy and if Airlines change the flight schedule before the day of return then extra hotel accommodation charge will be added.
- For any kind of natural issues like if flight delay or missing luggage by airlines then obokash.com will not responsible for that.
ZIYARAH TIMING:
- Usually we provide all ziyarah service for Makkah or Madinah at 7 AM and duration is 2-3 hours (maximum).
- জিজ্ঞাসাঃ আপনাদের কথায় কাজে ঠিক থাকে কিনা ?
- উত্তরঃ আমরা এ পর্যন্ত প্রায় ৯৫% পজেটিভ ফিডব্যাক পেয়েছি, সার্ভিস নেয়ার পর আমরা প্রতিটি কাস্টমারের অডিও এবং ভিডিও ফিডব্যাক নিয়ে থাকি, আপনি চাইলে শুনতে / দেখতে পারেন।
- জিজ্ঞাসাঃ আপনাদের উল্লেখিত প্যাকেজগুলোতে কোন হিডেন চার্জ আছে কি ?
- উত্তরঃ না, কোন হিডেন চার্জ নেই।
- জিজ্ঞাসাঃ প্যাকেজের মধ্যে জিয়ারা (মক্কা-মদিনায় ইসলামিক দর্শনীয় স্থানসমূহ ভ্রমণ) আছে কিনা ?
- উত্তরঃ জি, আছে।
- জিজ্ঞাসাঃ ওমরাহ্ করার সময় সাথে মোয়াল্লেম / গাইড থাকবে কিনা ?
- উত্তরঃ জি, থাকবে।
- জিজ্ঞাসাঃ আমি হারাম অথবা কাবা ভিউ রুমে থাকতে চাই ?
- উত্তরঃ জি, নিতে পারবেন। আমরা কাস্টমাইজ প্যাকেজ করে থাকি, তবে প্যাকেজ মূল্য পরিবর্তন হতে পারে।
- জিজ্ঞাসাঃ আপনারা সমমান হোটেল লিখেছেন কেন ? যেটা লিখা আছে সেটা কি নাও দিতে পারেন ?
- উত্তরঃ আমরা কাস্টমার কুয়ারি পাওয়ার পর সাধারণত ২ কর্ম দিবস সময় নেই, এরপর জানিয়ে দেই নির্দিষ্ট হোটেলটি ওই সময় এভেইলএবল আছে কিনা, যদি না থাকে তবে বিকল্প হোটেল অফার করি, যেমন জমজম এর যায়গায় হিল্টন, বুরজ আল সুলতান এর যায়গায় আরিজ আল ফালাহ ইত্যাদি। এরপর কাস্টমার নিতে চাইলে আমরা বুকিং মানি নেই এবং প্যাকেজটি কনফার্ম করি।
- জিজ্ঞাসাঃ খাবার কি প্যাকেজে অন্তর্ভুক্ত ?
- উত্তরঃ না, তবে খাবারের বেবস্থা আছে, আপনি চাইলে নিতে পারেন এবং খাবার হোটেলে পৌঁছে দেয়া হবে, খাবার নিলে প্রতিদিন প্রতিজনের তিন বেলা খাবারের জন্য আনুমানিক ৬০০ টাকা করে যোগ হবে।
- জিজ্ঞাসাঃ আমি সাউদিয়া অথবা আমার পছন্দের এয়ারলাইন্সে ভ্রমণ করতে চাই ?
- উত্তরঃ জি, আপনি নিতে পারবেন। আমরা কাস্টমাইজ প্যাকেজ করে থাকি, তবে প্যাকেজ মূল্য পরিবর্তন হতে পারে।
- জিজ্ঞাসাঃ আমরা একসাথে ১০ জনের গ্রুপ, কোন ডিসকাউণ্ট পাবো কিনা ?
- উত্তরঃ জি, পেতে পারেন।
- জিজ্ঞাসাঃ আমি আপনাদের নির্ধারিত তারিখে যেতে পারবোনা, আমার পছন্দমত তারিখে কি যাওয়া যাবে ?
- উত্তরঃ জি, যেতে পারবেন তবে প্যাকেজ মূল্য পরিবর্তন হতে পারে।
- জিজ্ঞাসাঃ আপনাদের প্যাকেজ বুকিং সিস্টেম কি ?
- উত্তরঃ আমাদের দেয়া লিঙ্ক এ ভিজিট করে বিস্তারিত জেনে নিন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
- জিজ্ঞাসাঃ প্যাকেজ বুকিং করার পর যদি কোন কারণে যেতে না পারি তবে আমি কি সম্পূর্ণ টাকা ফেরত পাবো ?
- উত্তরঃ আমাদের দেয়া লিঙ্কে ভিজিট করে বিস্তারিত জেনে নিন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
- জিজ্ঞাসাঃ আমাদের একটা ১ বছরের বেবী আছে / আমাদের দুইটা বেবী আছে তাদের জন্য কত লাগবে ?
- উত্তরঃ এটা ডিপেন্ড করে যে আপনারা কত ব্যাডের রুমে থাকতে চান। তাই আমাদের দেয়া লিঙ্ক এ ভিজিট করে বিস্তারিত জেনে নিন, অথবা উল্লেখিত কন্টাক্ট নাম্বারগুলতে ফোন করে জেনে নিন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
- জিজ্ঞাসাঃ ওমরাহ্ ভিসায় কোন কোন শহরে যাওয়া যায় ?
- উত্তরঃ এ পর্যন্ত জেদ্দা, মক্কা এবং মদিনা যাওয়া যেত।
- এবার সৌদি সরকার নতুন করে অনুমুতি দিচ্ছেন অন্যান্য শহরে যাওয়ার, বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।
- জিজ্ঞাসাঃ আমি একদিন জেদ্দা / তায়েফ যেতে চাই, আপনারা কি ব্যাবস্থা করতে পারবেন ?
- উত্তরঃ জি, নিতে পারবেন। আমাদের সবরকমের ব্যাবস্থা আছে, তবে প্যাকেজ মূল্য পরিবর্তন হতে পারে।
- জিজ্ঞাসাঃ আমি ওমরাহ্ থেকে আসা বা যাওয়ার সময় দুবাই / তুরস্ক / মিশর ভ্রমণ করতে চাই ?
- উত্তরঃ জি, আপনি নিতে পারবেন। আমরা কাস্টমাইজ প্যাকেজ করে থাকি, তবে প্যাকেজ মূল্য পরিবর্তন হতে পারে। আপনি চাইলে নিচের লিঙ্ক-এ ভিজিট করে আমদের এ ধরনের প্যাকেজগুলো দেখতে পারেন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
- জিজ্ঞাসাঃ আমি ১ বছর আগে ওমরাহ্ করতে গিয়েছিলাম, এখন অতিরিক্ত ২০০০ রিয়াল দিতে হবে কি ?
- উত্তরঃ জি না স্যার, এখন আর ২০০০ রিয়াল অতিরিক্ত লাগছে না আপনি সাধারন ভিসা নিয়েই যেতে পারবেন।
- জিজ্ঞাসাঃ আমি গতবার / এবার / ২ বছর আগে হজ্ব করেছি, এখন ওমরাহ্ করতে চাইলে কি অতিরিক্ত ২০০০ রিয়াল দিতে হবে ?
- উত্তরঃ না।
- জিজ্ঞাসাঃ ওমরাহ্ ভিসা করতে কি কি লাগে ?
- উত্তরঃ পাসপোর্ট (কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকতে হবে) আর পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
- জিজ্ঞাসাঃ ওমরাহ্ ভিসার মেয়াদ কতদিন ?
- উত্তরঃ সাধারণত ৩০ দিন, তবে কখনো কখনো ১৫ দিন পর্যন্ত থাকা যায়।
- জিজ্ঞাসাঃ ভিসা হওয়ার কতদিনের মধ্যে সৌদি আরব ঢুকতে হয় ?
- উত্তরঃ ১৫ দিন।
- জিজ্ঞাসাঃ আপনারা ভিসা করতে কত দিন সময় নেন ?
- উত্তরঃ কমবেশি ৫ কর্মদিবস।
- জিজ্ঞাসাঃ আমি শুধু ভিসা করতে চাই ?
- উত্তরঃ এবছর সৌদি সরকার অনেক নিয়মের পরিবর্তন করেছে, শুধু ভিসা নিয়ে উমরাহ করতে যাওয়া যাবে না। অবস্যই ভিসার সাথে হোটেল এবং ট্রান্সপরটেশন নিতে হবে।
- জিজ্ঞাসাঃ আমি সরকারী চাকুরী করি, ভিসা করতে আমার জন্য কি কি লাগবে ?
- উত্তরঃ ভিসা করার সময় আমরা পাসপোর্ট (কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকতে হবে), ২ কপি ছবি নিবো, তবে নীল কালারের পাসপোর্ট হলে ট্রাভেল করার সময় অবশ্যই জিও (GO) সাথে থাকতে হবে এবং সবুজ কালারের পাসপোর্ট হলে কিছু লাগবেনা।
- জিজ্ঞাসাঃ আমার পাসপোর্ট অ্যামেরিকান / অস্ট্রেলিয়ান / ভিনদেশী (বাংলাদেশ থেকে করা নয় এমন), আমি কি আপনাদের মাধ্যমে ওমরাহ্ ভিসা বা প্যাকেজ নিতে পারবো ?
- উত্তরঃ জি পারবেন তবে একটু নিয়ম কানুন আছে।পাসপোর্টে যদি বাংলাদেশের ভিসা থাকে তবে কোন সমস্যা নেই, যদি NO VISA REQUIRED সিল থাকে তবে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে এবং মাঝে মাঝে মেইন কপিও এম্বাসিতে শো কোরতে হয়, আর ভ্রমণ করার সময় আপনার এম্বাসি থেকে NOC নিতে হবে।
- জিজ্ঞাসাঃ আমি একা ওমরাহ্ করতে যেতে চাই (মহিলাদের ক্ষেত্রে) / আমি আর আমার মেয়ে ওমরাহ্ করতে যেতে চাই (একাধিক মহিলার গ্রুপের ক্ষেত্রে), আমরা কি মাহারাম ছাড়া যেতে পারবো ?
- উত্তরঃ না, পারবেন না, সাথে মাহারাম ছাড়া ভিসা করা যাবেনা।
- জিজ্ঞাসাঃ আমরা কয়েকজন মহিলা একসাথে যেতে চাই / আমরা কয়েকজন মহিলা একজন পুরুষকে মাহারাম বানিয়ে যেতে চাই, আমরা কি যেতে পারবো ?
- উত্তরঃ না, ইসলামের নির্দেশনা অনুযায়ী যাদের সাথে বিয়ে জায়েজ নাই (যেমন – বাবা, ভাই, ছেলে ইত্যাদি) এরকম কেউ ছাড়া অন্যরা মাহারাম হতে পারেনা।
- জিজ্ঞাসাঃ আমার বয়স ৪০ এর নিচে (পুরুষের ক্ষেত্রে), আমি কি একা যেতে পারবো ?
- উত্তরঃ না, পারবেন না, তবে কোন মহিলার মাহারাম হয়ে যেতে পারেন।
- জিজ্ঞাসাঃ আমার বয়স ৪০ এর নিচে, আপনারা কি আপনাদের গ্রুপের কারো সাথে আমাকে মাহারাম দেখিয়ে ওমরাহ্ ভিসা করাতে পারবেন ?
- উত্তরঃ না, আমরা এটা করিনা, তবে আপনি যে কোন একটা মহিলার পাসপোর্ট আপনার পাসপোর্টের সাথে দিলে আমরা করতে পারি এবং অতিরিক্ত একটি ভিসার চার্জ দিতে হবে।
- জিজ্ঞাসাঃ আমার বয়স ৪০ এর নিচে (পুরুষের ক্ষেত্রে), আমরা স্বামী-স্ত্রী যেতে চাই ?
- উত্তরঃ হ্যাঁ, যেতে পারবেন।
- জিজ্ঞাসাঃ একজন পুরুষ সর্বোচ্চ কতজন মহিলার মাহারাম হয়ে যেতে পারে ?
- উত্তরঃ ইচ্ছামতো, আমাদের জানামতে এরকম কোন বিধিনিষেধ নেই।
- জিজ্ঞাসাঃ একজন মহিলা সর্বোচ্চ কতজনকে মাহারাম বানিয়ে নিতে পারে ?
- উত্তরঃ একজনকে।
- জিজ্ঞাসাঃ ১০/১১/১২ বছরের ছেলেকে মাহারাম বানিয়ে “মা / বোন” কি ওমরাহ্ করতে যেতে পারবে ?
- উত্তরঃ না পারবেন না, মাহারামের হতে হলে সর্বনিম্ন বয়স ১৭ বছর হতে হবে (পাসপোর্ট অনুযায়ী)।
- জিজ্ঞাসাঃ সর্বনিম্ন কত বছর বয়সে একজন মাহারাম হিসেবে গণ্য হবে ?
- উত্তরঃ কমপক্ষে ১৭ বছর।
- জিজ্ঞাসাঃ আপনারা কি হজ্ব প্যাকেজ করেন ?
- উত্তরঃ না, আমরা শুধু ওমরাহ্ আর বিভিন্ন দেশের ট্যুর প্যাকেজ, এয়ার টিকেট, ভিসা করি।
- জিজ্ঞাসাঃ আপনাদের প্যাকেজগুলো কি ইএমআই EMI তে নেয়া যাবে ?
- উত্তরঃ জি, আপনি ১০০% সুদমুক্ত EMI সার্ভিস নিতে পারেন, তবে EMI-তে নিলে কোন ডিস্কাউন্ট পাবেন না। আমাদের মোট ১৩টি ব্যাংকের EMI আছে, ব্যাংকগুলো হল - City Bank, Eastern Bank, Brac Bank, Dutch Bangla Bank, Standard Bank , Southeast Bank , Mutual Trust Bank, Jamuna Bank, Meghna Bank, NRB Bank Limited, Bank Asia, National Credit and Commerce Bank, Midland Bank
- জিজ্ঞাসাঃ সৌদি আরবে কখন তাপমাত্রা কম থাকে ?
- উত্তরঃ সাধারনত ডিসেম্বর / জানুয়ারির দিকে ।
- জিজ্ঞাসাঃ আপনাদের ঢাকার বাইরে কোথায় কোথায় শাখা আছে ?
- উত্তরঃ আমাদের কোথাও কোন শাখা নেই।
- জিজ্ঞাসাঃ আমি ঢাকার বাইরে থাকি, কিভাবে আপনাদের কাছে পাসপোর্ট পৌছাবো ?
- উত্তরঃ কুরিয়ার করতে পারেন অথবা আমাদের হটলাইনে ফোন করে জেনে নিন।
- জিজ্ঞাসাঃ আপনাদের অফিস কোথায় ?
- উত্তরঃ ইউটোপিয়া আদিত (২য় তলা), বাড়ী # ৩, রোড # ১/এ, ব্লক # জে, বারিধারা, ঢাকা (নতুনবাজার ভাটারা থানার পিছনে)
Address | Contact Number | |
---|---|---|
Bashati Condominium (Floor 10/D), House # 15, Road # 17, Banani, Dhaka - 1213, Bangladesh
Show on Google Map |
[email protected] [email protected] |